স্টাফ রিপোর্টার | প্রভাষক জাহিদ হাসান
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫
ঢাকা: রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ কাঠামোর অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২২ আগস্ট (শুক্রবার) বিকেলে এবং ২৩ আগস্ট (শনিবার) সকাল ও বিকেলে তিনটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। তিনি বলেন,
“মিটিংয়ে সাত কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বুয়েট ভর্তি পরীক্ষার টেকনিক্যাল সহায়তা দেবে। আগামী সপ্তাহে এ বিষয়ে আরও একটি মিটিং হবে। এরপরই ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনলাইনে প্রকাশ করা হবে।”
এর আগে, ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া হয়। সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাশেম স্বাক্ষরিত স্মারকে উল্লেখ করা হয়, ইউজিসি’র ৭ জুলাইয়ের সুপারিশের আলোকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কাঠামোর অধীনে সম্পন্ন হবে।