সুনামগঞ্জ প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা এমন একটি দেশে বসবাস করি, যেখানে বাসের ফিটনেস নেই, বিমানের ফিটনেস নেই, এমনকি মানুষেরও ফিটনেস নেই। তেমনি শেখ হাসিনাও আমাদের একটি ফিটনেসবিহীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন।”
শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা সুনামগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে শহরে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্ট (আলফাত উদ্দিন স্কয়ার) এলাকায় এসে পথসভায় পরিণত হয়।
নাহিদ ইসলাম বলেন,
“জুলাই গণঅভ্যুত্থানের ২৫তম দিনে আমরা সুনামগঞ্জে এসেছি। বিগত ১৬ বছরে শেখ হাসিনার শাসনামলে ফ্যাসিবাদ, গণহত্যা, গুম, খুন চলেছে অব্যাহতভাবে। সেই সময়ে বিরোধী দলের নেতারা নির্যাতিত হচ্ছিলেন, প্রতিবাদ করতে পারছিলেন না। তখন কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র-জনতা এক দফা আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী লড়াই শুরু করে।”
তিনি আরও বলেন,
“এই আন্দোলনের ফলেই আমরা ফ্যাসিবাদি শেখ হাসিনার পতন নিশ্চিত করতে পেরেছি। হাজারো ছাত্র-জনতা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণে অংশ নিয়েছেন। যারা শহীদ হয়েছেন, তাঁদের স্বপ্ন বাস্তবায়নের জন্য এনসিপি নামক দলটি এই আন্দোলন থেকেই জন্ম নিয়েছে। এই দলই একটি চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত ও অসাম্প্রদায়িক রাষ্ট্র উপহার দিতে চায়।”
তিনি উপস্থিত সকলকে মুজিববাদকে আর কখনও মাথা তুলে দাঁড়াতে না দেওয়ার আহ্বান জানান।
এসময় সুনামগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সাজাউর রাজা সুমন।
এছাড়াও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা আক্তার হোসেন, উত্তারঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক কাসনাত আব্দুল্লাহ, ডা. তাছনিম জারা এবং সুনামগঞ্জের নেতা অনিক রায় প্রমুখ।