জুলাই আন্দোলন ২৪ স্মরণে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
এম আলী আকবর, ব্যুরো চিফ
দৈনিক সংবাদ৭১, বাগেরহাট
জুলাই আন্দোলন ২৪ স্মরণে বাগেরহাটে আজ শুক্রবার (২৫ জুলাই) উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মাঝিডাঙা গ্রামে ভৈরব নদীর তীরে শতাধিক তালের চারা রোপণ করা হয়েছে। বাগেরহাট জেলা উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় নদীভাঙন রোধ ও পরিবেশ রক্ষায় তাল গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
বৃক্ষরোপণ কার্যক্রমে নেতৃত্ব দেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুস্তাফিজুর রহমান। এ সময় বাগেরহাট সদর কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “ইতোমধ্যে বাগেরহাটের বিভিন্ন এলাকায় জুলাই আন্দোলন স্মরণে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গাছের চারা রোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং নদীভাঙন প্রতিরোধে তালসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণের বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “গাছ মানুষের পরমবন্ধু। বিশুদ্ধ অক্সিজেন পেতে ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের নিজেদের বাসাবাড়ির আঙিনা, বাগান, রাস্তার পাশে ও নদীতীরে বেশি করে গাছ লাগানো উচিত।”
বাগেরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নদীতীর ও উন্মুক্ত এলাকায় তাল, আম, নারকেল, বনজ, ফলজ ও ওষুধি গাছের চারা রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ইউএনও।