ভুক্তভোগীর বাবার মামলায় সংগঠন থেকে বহিষ্কার, মোবাইল বন্ধ অভিযুক্ত নেতার
দিনাজপুর প্রতিনিধি | দৈনিক সংবাদ ৭১
দিনাজপুরের বিরামপুরে কলেজ পড়ুয়া এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহজালালের স্বাক্ষরিত এক পত্রে শুক্রবার (২৫ জুলাই) এ বহিষ্কারাদেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুজার সেতু।
চিঠিতে উল্লেখ করা হয়, “সংগঠনের শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।”
স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবপুর এলাকার বাসিন্দা ও অভিযুক্ত ছাত্রদল নেতা আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন। সম্প্রতি ছাত্রীটি বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে সে শ্লীলতাহানির শিকার হন। মেয়েটির চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন। এরপর বিষয়টি পরিবারের কাছে জানানো হলে ভুক্তভোগীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিরামপুর থানায় মামলা করেন।
তবে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত আব্দুল্লাহর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি, কারণ তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম বলেন, “এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে আমরা আব্দুল্লাহকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করেছি। ছাত্রদলের কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”