সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার
এম আলী আকবর, ব্যুরো চিফ
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে (অব.) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, “সকাল ৮টার কিছু সময় পর ধানমন্ডির বাসা থেকে এবিএম খায়রুল হককে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সেখানে আলোচনা হবে।”
উল্লেখ্য, এবিএম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। বয়সসীমা পূর্ণ হওয়ায় তিনি ২০১১ সালের ১৭ মে অবসর গ্রহণ করেন।
সম্প্রতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এক সংবাদ সম্মেলনে সাবেক এই বিচারপতিকে ‘বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর’ হিসেবে অভিহিত করে তার গ্রেফতার ও বিচারের দাবি জানায়।
খায়রুল হক বিভিন্ন সময়ে দেওয়া বেশ কিছু রায়ের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের শাসনামলে ঘনিষ্ঠতা ও নানা সুবিধা গ্রহণ করেছেন। এমনকি তাকে প্রধান বিচারপতি করার ক্ষেত্রে কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে উপেক্ষা করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, খায়রুল হকের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।