সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন বাড়াতে নতুন পে কমিশন গঠন
স্টাফ রিপোর্টার, প্রভাষক জাহিদ হাসান
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করেছে সরকার। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে এই কমিশন গঠনের সিদ্ধান্ত আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বর্তমানে দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। তবে গত দুই বছরেরও বেশি সময় ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে প্রকৃত আয় হ্রাস পাওয়ায় নতুন পে কমিশন গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
এর আগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের নভেম্বর থেকে মহার্ঘ ভাতা চালুর আলোচনা শুরু হয়। ২০২৫ সালের জানুয়ারি থেকে এটি কার্যকর করতে একটি কমিটিও কাজ শুরু করে। কিন্তু এ নিয়ে সমালোচনার মুখে সরকার তা বাস্তবায়নে পিছিয়ে যায়।
এ প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করা হয়। বাজেট অনুযায়ী, এ বছর সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ ১৩,৪৮৩ কোটি টাকা এবং কর্মচারীদের জন্য ৩০,০৪৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ভাতা বাবদ বরাদ্দ হয়েছে ৪১,১৫৩ কোটি টাকা। সব মিলিয়ে বেতন-ভাতায় মোট বরাদ্দ দাঁড়িয়েছে ৮৪,৬৮৪ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ১,৭০৭ কোটি টাকা বেশি।