স্টাফ রিপোর্টার: প্রভাষক জাহিদ হাসান
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে অঙ্গার হওয়া পাঁচটি মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ডিএনএ টেস্টের মাধ্যমে নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব বিশ্লেষণের মাধ্যমে পাঁচজন নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন:
সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভয়াবহ এই দুর্ঘটনার পর ২২ জুলাই ঢাকা সিএমএইচ-এ থাকা অশনাক্ত মরদেহ ও দেহাংশ থেকে মোট ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এরপর ২৩ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট পাঁচ পরিবারের ১১ জন সদস্যের কাছ থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে মিল খুঁজে পেয়ে নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত করা হয়।
পরিচয় শনাক্ত হওয়া পাঁচজনের ডিএনএ তথ্য নিম্নরূপ:
এর আগে সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার শম্পা ইয়াসমিন জানান, মরদেহ বা দেহাবশেষ থেকে ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। বিপরীতে ১১ জন দাবিদার তাদের রক্তের নমুনা দিয়ে গেছেন, যার মধ্যে একই পরিবারের একাধিক সদস্যও ছিলেন।
উল্লেখ্য, ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি ছোট বিমানের বিধ্বস্ত হয়ে অগ্নিকাণ্ডে পাঁচজন শিক্ষার্থী প্রাণ হারায়। মরদেহগুলো এতটাই পুড়ে গিয়েছিল যে তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।