স্টাফ রিপোর্টার | প্রভাষক জাহিদ হাসান | দৈনিক সংবাদ ৭১
এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত হওয়া দুটি পরীক্ষা একদিনেই নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তার ভাষ্য, ওই দিনের পরীক্ষাগুলোর মধ্যে ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকেলে অনুষ্ঠিত হবে।
তবে ঠিক কোন তারিখে এ পরীক্ষা নেওয়া হবে, তা এখনও নির্ধারিত হয়নি। আজ (বুধবার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা বলেন, “কবে এই পরীক্ষা নেওয়া হবে, তা পরে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তবে পরীক্ষার নতুন তারিখ যাই হোক না কেন, উভয় পরীক্ষা একই দিনে হবে—একটি সকালবেলা, অপরটি বিকেলে।”
প্রসঙ্গত, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গত ২২ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। পরীক্ষার মাত্র কয়েক ঘণ্টা আগে, রাত ৩টার দিকে এ সিদ্ধান্ত জানানো হয়, যা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এরপর ২৪ জুলাইয়ের পরীক্ষাও স্থগিতের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।
এই দুই পরীক্ষা স্থগিতের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেন। পরে শিক্ষা সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, “সরকার যদি মনে করে আমার দায়িত্ব পালনে কোনো ব্যত্যয় ঘটেছে এবং আমাকে যেতে বললে, আমি সম্মানজনকভাবেই চলে যাব। তবে আমি মনে করি, আমার কাজে কোনো ব্যত্যয় ঘটেনি। তাই স্বেচ্ছায় পদত্যাগ করার কোনো অভিপ্রায়ও আমার নেই।”