স্টাফ রিপোর্টার, প্রভাষক জাহিদ হাসান
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার প্রেক্ষিতে আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার এ ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনা করে ২৪ তারিখের পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তীতে পুনঃনির্ধারিত সময়সূচি জানিয়ে দেওয়া হবে।”
এদিকে, সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যে ছয় দফা দাবিতে বিক্ষোভ শুরু করে, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ইতিবাচক বার্তা এসেছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো যৌক্তিক। আমরা প্রতিটি বিষয় গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছি এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে একজন শিক্ষার্থীসহ কয়েকজন হতাহত হন।