স্টাফ রিপোর্টার, মো. আতিকুর রহমান
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার।
মঙ্গলবার (২২ জুলাই) এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হতাহত প্রত্যেকের প্রতি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহানুভূতি ও সহায়তা প্রদান করা হচ্ছে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিহতদের পরিচয় যাচাই করে তালিকা তৈরি করা হচ্ছে। যেসব মরদেহ তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি, সেগুলোর ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হচ্ছে। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।
“হতাহতের সংখ্যা গোপন করা হচ্ছে”— এমন অভিযোগকে “অপপ্রচার” হিসেবে আখ্যা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই দাবি ভিত্তিহীন। সরকার, সেনাবাহিনী, স্কুল প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে ঘটনার পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা তৈরিতে কাজ করছে।”
সরকারি বার্তায় আরও উল্লেখ করা হয়, যদি এই দুর্ঘটনায় কোনো শিক্ষার্থী বা পরিচিতজন নিখোঁজ থাকেন, তবে দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। ইতোমধ্যে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি যাচাই করে নিখোঁজের তালিকা প্রস্তুত করা হচ্ছে।