রুয়েল ইসলাম রুবেল, মাল্টিমিডিয়া রিপোর্টার
ঢাকা: আজ মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (২১ জুলাই) গভীর রাতে এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় তিনি জানান,
“শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। সেখানে আজকের (মঙ্গলবার) এইচএসসি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত জানানো হয়েছে।”
তবে কোন বিষয়ের পরীক্ষা স্থগিত হয়েছে এবং পরবর্তী তারিখ কবে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত বিস্তারিত ঘোষণা আসার কথা রয়েছে।
উল্লেখ্য, সোমবার রাজধানীর দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটে। এর জেরে সারাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিস্থিতিতে মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।