এম আলী আকবর, ব্যুরো চিফ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “অনেক শাসন দেখেছি। কিন্তু সেগুলো শাসন ছিল না, ছিল শোষণ। আমরা এখন সৎ শাসক চাই, কুরআনের শাসন চাই।”
মঙ্গলবার (২২ জুলাই) বেলা সোয়া ১১টায় খুলনার দাকোপ উপজেলার চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “দ্বীনের পথে লড়াই করতে চাই জীবনের শেষ শ্বাস পর্যন্ত। আর বিদায় নিতে চাই শহীদ হয়ে—রক্তের চাদর গায়ে দিয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই।”
পথসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আক্তারুজ্জামান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. ওয়াহিদুজ্জামান। এতে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, আঞ্চলিক টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান ও মাস্টার শফিকুল আলম।
এর আগে সকাল ১০টার দিকে ডা. শফিকুর রহমান খুলনার চালনার একটি হেলিপ্যাডে অবতরণ করেন। পরে তিনি জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন।
দুপুরে তিনি হেলিকপ্টারযোগে দাকোপ থেকে পাবনার ঈশ্বরদীর শহীদ মোস্তাফিজুর রহমান কলমের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
উল্লেখ্য, গত শনিবার (১৯ জুলাই) রাত ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গার চৌরাস্তা মোড়ে জাতীয় সমাবেশে যোগদানে যাত্রাপথে রয়্যাল পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ (৫২) নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত হন জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে চালনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।