স্টাফ রিপোর্টার, প্রভাষক জাহিদ হাসান
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মঙ্গলবার সারাদেশে কালো ব্যাজ ধারণ ও পতাকা অর্ধনমিত রেখে শোক পালন করা হবে।
তবে, এই রাষ্ট্রীয় শোক দিবসেও চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সোমবার রাতে গণমাধ্যমকে জানান, “এখন পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পূর্বঘোষিত রুটিন অনুযায়ী মঙ্গলবারের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।”
মঙ্গলবার অনুষ্ঠিতব্য প্রধান পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে:
এর আগে গত ১০ জুলাই বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এরপর ১৭ জুলাই গোপালগঞ্জে কারফিউয়ের কারণে স্থানীয় পরীক্ষাও স্থগিত করা হয়।
উল্লেখ্য, সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন এবং আহত অবস্থায় ১৭১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।