স্টাফ রিপোর্টার, প্রভাষক জাহিদ হাসান
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার (২১ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় এই তথ্য জানানো হয়।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “এই দুর্ঘটনায় বিমানসেনা এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীসহ যাদের প্রাণহানি বা ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার মুহূর্ত। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতাল ও সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছি।”
তিনি আরও বলেন, “সরকার ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।”
এর আগে দুপুর ১২টার দিকে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির বিভিন্ন অংশে।
ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, ঘটনাস্থলে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। দগ্ধদের একে একে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে।
বেলা ৩টা পর্যন্ত ২০ জন দগ্ধকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, “আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আমরা সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করছি।”
এ ঘটনায় গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে।