মো: রায়হান, স্টাফ রিপোর্টার | দৈনিক সংবাদ ৭১
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সরকার। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়াও বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
শোক প্রকাশের অংশ হিসেবে দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে আহত ও নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানের পাইলট ও একজন প্রশিক্ষণার্থী হতাহত হয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে।