এম আলী আকবর, ব্যুরো চিফ
ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির মর্মান্তিক ঘটনার পর, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আহত ও নিহতদের তালিকা প্রকাশ করেছে।
সোমবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে আইএসপিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন। বিজ্ঞপ্তিতে বিভিন্ন হাসপাতালে ভর্তি হতাহতদের পরিসংখ্যান তুলে ধরা হয়।
তালিকা অনুযায়ী, হাসপাতালে অবস্থানরত আহত ও নিহতের হিসাব নিচে দেওয়া হলো:
এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছিলেন, দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। তবে আইএসপিআরের সর্বশেষ তথ্যে নিহতের সংখ্যা ১৮ জন বলে জানানো হয়।
উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করার পর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ক্যানটিনের ছাদে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ব্যাপক হতাহতের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।
ঘটনায় আহতদের জরুরি সেবা নিশ্চিত করতে বিভিন্ন হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।