হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন ক্যাটাগরি নির্ধারণে নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ‘ক্রাশ প্রোগ্রাম’ চলাকালে বাতিল হওয়া পাঁচ ধরনের আবেদনের ক্ষেত্রে নাগরিকেরা পুনরায় আবেদন করলে তা আগের ক্যাটাগরিতেই বিবেচনা করতে নির্দেশ দিয়েছে কমিশন।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেশের সব অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, আগামী ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত এ নির্দেশনা অনুসরণ করে সংশোধন ক্যাটাগরি নির্ধারণ করতে হবে।
ইসি জানায়, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত পরিচালিত ‘ক্রাশ প্রোগ্রাম’-এ কিছু এনআইডি সংশোধনের আবেদন বাতিল করা হয় বিভিন্ন কারণবশত। বাতিলের কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল:
১. প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে না দেওয়া
২. অসম্পূর্ণ বা যথাযথ নয় এমন আবেদন
৩. দাখিল করা কাগজপত্রে অসামঞ্জস্যতা
৪. সাক্ষাৎকারে অনুপস্থিত থাকা
৫. এনআইডিধারীর আবেদনের ভিত্তিতে বাতিল
এই প্রেক্ষাপটে, ইসি জানিয়েছে—এসব আবেদন যদি পুনরায় জমা পড়ে, তবে সেগুলো নতুন উচ্চতর ক্যাটাগরিতে না নিয়ে গিয়ে আগের বাতিল হওয়া ক্যাটাগরিতেই নিষ্পত্তি করতে হবে।