প্রভাষক জাহিদ হাসান, আবহাওয়া ডেক্স
শনিবার, ১৯ জুলাই ২০২৫
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত তিন দিন ধরে চলা বৃষ্টিপাত গতকাল শুক্রবার থেকে অনেকটাই কমে গেছে। সেই সঙ্গে বেড়েছে দিনের তাপমাত্রাও। আজ শনিবার (১৯ জুলাই) দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা আজও প্রায় একই রকম থাকতে পারে এবং বৃষ্টিপাতও তুলনামূলকভাবে কম থাকবে।
তবে আগামীকাল রোববার (২০ জুলাই) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। যদিও এই বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি হবে না। তবে চলতি সপ্তাহের শেষভাগে—বিশেষ করে বৃহস্পতিবার থেকে—বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
বর্তমানে বর্ষা ঋতুর দ্বিতীয় মাস শ্রাবণ চলছে। এই সময়ে স্বাভাবিকভাবেই বৃষ্টিপাত হয়ে থাকে। চলতি শ্রাবণের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত বৃষ্টি হচ্ছিল। কিন্তু গতকাল শুক্রবার (১৮ জুলাই) সেই বৃষ্টিপাতের প্রবণতা হঠাৎ করেই কমে আসে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের ৫১টি আবহাওয়া স্টেশনের মধ্যে ৩০টি স্টেশনেই কোনো বৃষ্টিপাত হয়নি। এর পাশাপাশি দেশের তাপমাত্রাও বেড়ে গেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে, ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে দেশের উপকূলীয় কয়েকটি এলাকা বাদে প্রায় সব অঞ্চলেই বৃষ্টিপাতের মাত্রা ছিল খুবই সামান্য। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে লক্ষ্মীপুরের রামগতিতে, যার পরিমাণ ছিল ২১২ মিলিমিটার।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “বৃষ্টি অনেকটাই কমে এসেছে। শনিবারও বৃষ্টি বেড়ে যাওয়ার সম্ভাবনা কম। তবে রোববার থেকে কিছুটা বাড়তে পারে।”