স্টাফ রিপোর্টার: প্রভাষক জাহিদ হাসান
সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজন করা হয় প্রতীকী ম্যারাথন ও শহিদ পরিবারের সম্মেলন ও স্মৃতিচারণ অনুষ্ঠান।
প্রতীকী ম্যারাথনটি সুনামগঞ্জ পৌর বিপণি চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
এরপর সকাল ৮টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত হয় শহিদ পরিবারের সম্মেলন ও স্মৃতিচারণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভাপতিত্বও তিনি করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
অনুষ্ঠানে বক্তারা ২০২৫ সালের এই ঐতিহাসিক আন্দোলনের তাৎপর্য তুলে ধরে শহিদদের স্মরণ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে গণতান্ত্রিক অধিকার ও ন্যায়বিচারের পক্ষে সোচ্চার থাকার আহ্বান জানান।