মো. জসীম মিয়া, মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর পৌরসভার ২ নম্বর শকুনি এলাকার একটি ছয়তলা ফ্ল্যাট থেকে নয়ন হাওলাদার (২৪) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে পৌর এলাকার এসএম নাসির উদ্দিন মালিকানাধীন ভবনের ছয়তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নয়ন হাওলাদার হরিকুমারিয়া এলাকার মাইনুদ্দিন হাওলাদারের ছেলে। তিনি প্রায় দুই মাস আগে ছয়তলা ওই ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ভবনের ছয়তলা থেকে দরজা খুলতে অনুরোধ করে চিৎকার করছিলেন এক যুবক। স্থানীয়রা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, ফ্ল্যাটের একটি কক্ষে এক যুবকের মরদেহ পড়ে আছে এবং পাশের রুমে শাওন (৩০) নামে আরেক যুবক অবস্থান করছেন। পরে এলাকাবাসীর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নয়ন হাওলাদারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা। তিনি জানান, “বদ্ধ কক্ষে নয়ন নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। পাশের রুমে অবস্থানকারী শাওনকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।