মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল), উপজেলা প্রতিনিধি, বিলাইছড়ি, রাঙামাটি।
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের নিয়ে এক ত্রিপক্ষীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ এবং ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু সুনীল কান্তি দেওয়ান।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি মুহাম্মদ মামুনুল হক বলেন, “শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তাই শতভাগ উপস্থিতি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সারাদেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে সুনাগরিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা যেন একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে লেখাপড়া করতে পারে, সেজন্য শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে দায়িত্বশীল হতে হবে। তাহলেই মানসম্মত শিক্ষার লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারব।”