মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল), বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি, রাঙ্গামাটি
পার্বত্য চট্টগ্রামে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা উন্নয়নের মাধ্যমে নারী ও কন্যাশিশুদের ক্ষমতায়নের লক্ষ্যে রাঙ্গামাটির বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মা দল গঠন বিষয়ক এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় জেলা পরিষদ রাঙ্গামাটির আয়োজনে এবং ERRD-CHT এর সহায়তায় বিদ্যালয়ের ছাত্রীদের অভিভাবকদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। এতে ‘WGEIE’ প্রকল্পের আওতায় ৩১ সদস্য বিশিষ্ট একটি মা দল গঠন করা হয়। সভায় রেমি চাকমাকে সভাপতি এবং ডালিয়া বড়ুয়াকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
ওরিয়েন্টেশন সভায় উপস্থিত ছিলেন বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের পিটিএ সভাপতি মোঃ জাফর আহাম্মদ, প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম, সাংবাদিক সুজন কুমার তঞ্চঙ্গ্যা, জেলা পরিষদের WGEIE প্রকল্পের উপজেলা এডুকেশন ফ্যাসিলিটেটর প্রজ্ঞামিত্র চাকমা এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, WGEIE প্রকল্পটি ইউএনডিপি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি যৌথ উদ্যোগ, যা শিক্ষা ও নেতৃত্বে মেয়েশিশু ও নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে কাজ করছে।