স্টাফ রিপোর্টার: মো. রায়হান
১৮ জুলাই ২০২৫
সারা দেশে ক্রমাবনতি আইনশৃঙ্খলা পরিস্থিতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।
শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবদল নেতা বেনজীর আহমেদ তাবরিজের নেতৃত্বে প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি জনতা ব্যাংক মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের ছবি অবমাননা করে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে। পাশাপাশি তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এসব ঘটনার প্রতিবাদে রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের মানহানি ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূল পর্যায় থেকে গণআন্দোলন গড়ে তোলা হবে বলে তারা জানান।