মেহেদী হাসান শিপলু, স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর শহরজুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে প্রশাসন। তবে আগামীকাল (শুক্রবার) স্থানীয়দের জন্য তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হবে বলে জানানো হয়েছে।
ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের জানান, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এই সময়ের মধ্যে সাধারণ মানুষ জরুরি প্রয়োজনীয় কাজ সম্পাদনের সুযোগ পাবেন। এরপর দুপুর ২টা থেকে পুনরায় কঠোরভাবে কারফিউ কার্যকর থাকবে এবং তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে।
প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে এই অনির্দিষ্টকালের কারফিউ কার্যকর হয়। তার আগে সহিংসতা নিয়ন্ত্রণে প্রথমে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সন্ধ্যার আগেই কারফিউ জারির সিদ্ধান্ত নেয় প্রশাসন। পরে, পরিস্থিতি আরও অবনতি হওয়ায় কারফিউ অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করা হয়।
উল্লেখ্য, বুধবার গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষে কয়েকজন নিহত ও বহু আহত হয়। এ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা।