গাজীপুর প্রতিনিধি, মো: ইমদাদুল হক
আগামী রাষ্ট্রনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য এবং সারাদেশে বিএনপির বিরুদ্ধে প্রচারিত প্রপাগান্ডার প্রতিবাদে গাজীপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) গাজীপুর মহানগরের ২২নং ওয়ার্ডের বাংলাবাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাকালীন আপ্যায়ন সম্পাদক ও গাজীপুর ল’ কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রোহান আলীর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন প্রায় তিন শতাধিক নেতাকর্মী।
প্রতিবাদ মিছিলটি বাংলাবাজার এলাকা প্রদক্ষিণ করে বন্ধন টাওয়ারের সামনে পথসভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন রোভার পল্লী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা জাহাঙ্গীর মিয়া, ছাত্রদল নেতা আকাশ ইসলাম, ২২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইজাজ আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক নাঈম সিকদার এবং ভাওয়াল মির্জাপুর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আল-আমিন মির্জা প্রমুখ।
পথসভায় মোঃ রোহান আলী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন। দেশের প্রতিটি সংকট ও সংগ্রামে ছাত্রদল সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলন হোক কিংবা ওয়ান-এলেভেনের দুঃশাসন কিংবা বর্তমান সরকারের বৈষম্য—সবকিছুর বিরুদ্ধেই ছাত্রদল লড়েছে।”
তিনি আরও বলেন, “একটি বিশেষ চক্র যারা কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা আবারও অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তারা তারেক রহমান ও বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে। এসব অপশক্তির বিরুদ্ধে গাজীপুর মহানগর ছাত্রদল সর্বদা সোচ্চার থাকবে।”
সভায় তিনি সকল নেতাকর্মীদের উপস্থিতি ও বিক্ষোভে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।