হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ সদর ও পৌর শাখা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৫টায় সুনামগঞ্জ পৌর শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার আমীর তোফায়েল আহমেদ খান। সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মমতাজুল হাসান আবেদ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শামসউদ্দীন, পৌর শাখার আমীর আব্দুস সাত্তার মামুন, সদর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
সমাবেশে তোফায়েল আহমেদ খান বলেন, “সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই গোপালগঞ্জের ঘটনা ঘটেছে। অপরাধীদের অব্যাহতভাবে গ্রেপ্তার না করায় তারা আরও দুঃসাহসী হয়ে উঠছে। দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
তিনি আরও বলেন, “দেশে শান্তিপূর্ণ নির্বাচন চায় জনগণ। তবে প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো ফ্যাসিবাদী দোসররা ঘাপটি মেরে আছে। তাদের সরিয়ে না দিলে সুষ্ঠু নির্বাচনের আশা করা যায় না। জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’-য় ভোট দিয়ে জনগণ ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে পারে।”
জেলা আমীর আরও দাবি করেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে স্থিতিশীলতা ফিরবে এবং বেকারত্ব কমে আসবে।
বিক্ষোভ মিছিলে আরও অংশ নেন জামায়াতে ইসলামী সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।