দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেস্ক,
প্রভাষক জাহিদ হাসান
যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানকে পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে আগস্ট মাসের শেষ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছেন। সোমবার (১৪ জুলাই) এক যৌথ ফোনালাপে তারা এই সময়সীমার বিষয়ে একমত হন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস, তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু-এর বরাতে।
বিষয়টির সঙ্গে জড়িত তিনটি নির্ভরযোগ্য সূত্র জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো সমঝোতায় না পৌঁছালে তিনটি ইউরোপীয় দেশ (ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য) জাতিসংঘের ২০১৫ সালের ইরান চুক্তির আওতায় প্রত্যাহার করা নিষেধাজ্ঞাগুলো পুনরায় আরোপে বাধ্য হবে।
সূত্রগুলো আরও জানায়, পারমাণবিক কূটনীতির অগ্রগতি নিয়ে সমন্বয়ের উদ্দেশ্যে এই ফোনালাপ হয়। দুইটি সূত্রের মতে, ইউরোপীয় দেশগুলো আগামী কয়েকদিনের মধ্যে ইরানকে জানাবে—তেহরান যদি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) পর্যবেক্ষণ পুনরায় শুরু করে এবং তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ববাসীকে আশ্বস্ত করতে কার্যকর পদক্ষেপ নেয়, তবে নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব হতে পারে।
২০১৫ সালে ইরান ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য—চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র—এবং জার্মানির মধ্যে বহুল আলোচিত পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়। এতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম কঠোরভাবে সীমিত রাখার কথা বলা হয়।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের ৮ মে একতরফাভাবে ওই চুক্তি থেকে সরে যান এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। তার প্রশাসনের অভিযোগ ছিল, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বর্তমানে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই বিষয়টি আবারও অগ্রাধিকার পেয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে।