আমিরুল ইসলাম, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করতে আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। “চলো চলো, ঢাকা চলো—জাতীয় সমাবেশ সফল করো” স্লোগানে উপজেলা জুড়ে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এর অংশ হিসেবে ব্যানার টানানো, পোস্টারিং, লিফলেট বিতরণ, গণসংযোগ, দাওয়াতি সভা এবং সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক, ইউটিউবসহ) ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। মূল সংগঠনের পাশাপাশি সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমও সক্রিয়ভাবে চলমান রয়েছে।
এ লক্ষ্যে গতকাল (১৫ জুলাই) দুপুর ২টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে উপজেলা জামায়াতের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আবু মুছা তারিকুজ্জামান তুষার এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারী মাওলানা আনওয়ারুল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও জেলা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। তিনি তাঁর বক্তব্যে বলেন, “১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং জাতির দাবি আদায়ের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এজন্য দলে দলে যোগদান নিশ্চিত করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক এবং সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুস সবুর।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুর্তাজা, মাওলানা মোশারফ হোসেন, শাহ অহিদুজ্জামান শাহীন, মাওলানা আতাউর রহমান, ডা. রোকনুজ্জামান, মাওলানা রুহুল কুদ্দুস, মাওলানা রিয়াছাত আলী, মাওলানা আব্দুল বারী, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা জিয়াউল ইসলাম, আলহাজ্ব দেছের আলী, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা ইউসুফ হোসেন, প্রফেসর আব্দুল গনি, মাওলানা জাকির হোসেন, মাওলানা আব্দুল ওয়াজেদ, সেকান্দার আলী, হাফেজ আব্দুল্লাহ, মাওলানা আব্দুল হাই, মাওলানা লুৎফর রহমান, শাহিনুল ইসলাম, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুল কাদের, মাওলানা হারুন অর রশিদ, গাজী আব্দুর রশিদ, ভাইস প্রিন্সিপাল মাওলানা ওয়াহিদুজ্জামান, মাওলানা শফিকুল ইসলাম এবং মাওলানা আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
সভায় বক্তারা আগামী ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশে সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করতে নেতাকর্মীদের সর্বশক্তি নিয়োগের আহ্বান জানান। তাঁরা বলেন, এই সমাবেশ দেশ ও জাতির জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।