স্টাফ রিপোর্টার: মো. রায়হান
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
স্ট্যাটাসে সারজিস লিখেছেন,
“গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না। সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্র-জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন।”
সূত্র জানায়, গোপালগঞ্জে অনুষ্ঠিত এনসিপির এক সমাবেশ শেষে দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা ফেরার পথে হামলার শিকার হন। বুধবার দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে গাড়িবহরের উপর ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে ৩টার দিকে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। এ সময় এনসিপির নেতাকর্মীদের নিরাপত্তা দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পিছু হটতেও দেখা গেছে।
ঘটনাস্থলে উত্তেজনা এখনো বিরাজ করছে। এনসিপি নেতারা হামলার জন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছেন।
রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে। বিস্তারিত আসছে…