এম আলী আকবর
ব্যুরো চিফ, দৈনিক সংবাদ ৭১
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার (১৭ জুলাই) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৬ জুলাই) এক বিবৃতির মাধ্যমে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচির ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি বলেন,
“গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে পতিত স্বৈরাচারের দোসর, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তারা হত্যার উদ্দেশ্যে এনসিপি নেতাদের গাড়িতে হামলা করে এবং এমনকি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত এসপির কার্যালয়েও আক্রমণ করে। এই বর্বর হামলায় এনসিপির বহু নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন।”
তিনি আরও বলেন,
“সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের মাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। এই নৈরাজ্য, সন্ত্রাস এবং ফ্যাসিবাদী দমননীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর অংশ হিসেবে ১৭ জুলাই বৃহস্পতিবার দেশের প্রতিটি জেলা ও মহানগরীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।”
অধ্যাপক পরওয়ার আরও বলেন,
“আমি দেশের সকল দেশপ্রেমিক নাগরিক, জামায়াতের জনশক্তি এবং গণতন্ত্রকামী মানুষকে এই কর্মসূচি সফল করতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”