মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল), বিলাইছড়ি, রাঙ্গামাটি
আজ বুধবার (১৬ জুলাই ২০২৫) সকাল ১১টায় রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রনি সরকার, বিলাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু সুনীল কান্তি দেওয়ান, উপজেলা থানা এসআই মোঃ সিরাজুল ইসলাম এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিলাইছড়ি উপজেলার সার্চ কমিটির আহ্বায়ক বাবু সুখময় তঞ্চঙ্গ্যা ও এনসিপির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, “গত জুলাইয়ে দেশের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আবু সাইদ বুক চিতিয়ে দেখিয়েছেন, কীভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। আমাদের তরুণ প্রজন্মকে সেই আত্মত্যাগ ও প্রতিবাদের শিক্ষা নিতে হবে। শুধু প্রশাসন নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষেরই উচিত—জুলাই বিপ্লবের চেতনা ধরে রেখে একটি ন্যায়ভিত্তিক দেশ গড়ার কাজে সক্রিয় ভূমিকা রাখা।”
আলোচনা সভার মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আগামী প্রজন্মকে তাদের আদর্শে অনুপ্রাণিত করে গড়ে তোলার আহ্বান জানানো হয়।