রুয়েল ইসলাম রুবেল, মাল্টিমিডিয়া রিপোর্টার | দৈনিক সংবাদ ৭১
গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনার প্রেক্ষাপটে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। যদি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ইতিহাসের পূর্ণ দায় সরকারের ওপরই বর্তাবে।”
বুধবার (১৬ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াত আমির।
তিনি লেখেন, “এনসিপির নেতৃবৃন্দ আইন মেনে এবং প্রশাসনের সঙ্গে আলোচনা করেই তাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করেছেন। এটি তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। অথচ মাঠের বাস্তবতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উপস্থিতি নেই বললেই চলে। এই পরিস্থিতি রাষ্ট্রের জন্য ভয়াবহ ইঙ্গিতবাহী।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা সংশ্লিষ্ট এলাকার জনগণকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে শান্তিপ্রিয়, ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানাই। মহান আল্লাহ সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর সাহায্য প্রেরণ করুন— আমিন।”
এদিকে, গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতেও সহিংসতা ইত্যাদি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।