আবহাওয়া ডেস্ক | প্রভাষক জাহিদ হাসান
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাতের আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় এলাকায় দমকা হাওয়াসহ ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে। একইসঙ্গে দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় ভারি (৪৪ থেকে ৮৮ মিমি) থেকে অতি ভারি (১৮৮ মিমি পর্যন্ত) বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকাসহ সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেইসঙ্গে সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
**সতর্ক থাকুন, নিরাপদ থাকুন**