মোঃ আতিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চর ছয়ানী গ্রামে ঘটে যাওয়া বহুল আলোচিত ত্রিপল হত্যা মামলার প্রধান আসামি জহিরুল অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
জানা গেছে, মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর জহিরুল গা ঢাকা দিয়ে পলাতক ছিলেন। কিন্তু মাধবদী থানা পুলিশের টানা গোয়েন্দা তৎপরতার ফলে তাকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনায় জড়িত থাকার পরেও জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। তার পুনরায় গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষ দ্রুত বিচার কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন।
এদিকে পুলিশের এই সফল অভিযান ও তৎপরতার জন্য এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের প্রশংসা করেছে।