প্রভাষক মো. সাকির হাওলাদার, জেলা প্রতিনিধি, পটুয়াখালী
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫। "ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৪ জুলাই) উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুজন সূত্রধর।
আলোচনায় বক্তারা বলেন, একটি সুশৃঙ্খল ও পরিকল্পিত সমাজ গঠনে জনসংখ্যা নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। এ জন্য যুবসমাজকে সচেতন করে আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতির প্রয়োগ ও উপকারিতা সম্পর্কে জানানো গুরুত্বপূর্ণ। তারা বলেন, সুস্থ সমাজ গঠনে পরিকল্পিত পরিবার অপরিহার্য ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ইউনিয়নের শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান করা হয়। পুরস্কৃতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আমড়াগাছিয়া, সুবিদখালী, দেউলী সুবিদখালী, মির্জাগঞ্জ, কাকড়াবুনিয়া ও মাধবখালী ইউনিয়নের সেবিকা ও কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।