স্টাফ রিপোর্টার, হারুন অর রশিদ
দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেস্ক
বহুল আলোচিত বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে খায়রুল বাশারকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মিনহাজুল ইসলাম সংবাদ ৭১-কে জানান, খায়রুল বাশারের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। একটি মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তদন্ত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে প্রায় ১৫০ কোটি টাকা আত্মসাৎ করেন খায়রুল বাশার। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর তিনি আত্মগোপনে চলে যান। প্রতারণা, অর্থপাচারসহ নানা অভিযোগে ভুক্তভোগীরা তার বিরুদ্ধে মামলা করে আসছিলেন।
এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।