স্টাফ রিপোর্টার | প্রভাষক জাহিদ হাসান
সোমবার, ১৪ জুলাই ২০২৫ |
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী ও পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষে আজ সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় গণভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপনে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 'জুলাই উইমেন্স ডে' পালিত হবে। সেখানে অডিও-ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো-এর আয়োজন রাখা হয়েছে।
অনুষ্ঠানগুলো বাস্তবায়নে যুক্ত রয়েছে —
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়,
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়,
ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং
বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
এছাড়া, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানমালা ঘিরে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখেছে।