হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার
যশোরের চৌগাছায় বিষধর সাপের কামড়ে বিপদী রানী ওরফে সুন্দরী (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বাগপাড়া গ্রামের বাসিন্দা, বশিবাগ কুমারের মেয়ে এবং স্বামী পরিত্যক্তা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৩ জুলাই) সকালে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে দংশন করে। বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে রেফার করেন। তবে যশোরে নেয়ার পথে চুড়ামনকাটি এলাকায় পৌঁছালে বিপদী রানী মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি জানান, “মেয়েটি স্বামী পরিত্যক্তা ছিল এবং ভাইয়ের সংসারে থাকতো। সকালে সাপে দংশন করার পর যশোরে নেয়ার পথে তার মৃত্যু হয়। একই দিন দুপুরে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।