স্টাফ রিপোর্টার: মো. রায়হান, দৈনিক সংবাদ ৭১
যশোরের চৌগাছা থানা পুলিশের গোপন অভিযানে চুরি হওয়া স্বর্ণ-রুপার অলংকার ও নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে নিয়মিত মামলার একজন অভিযুক্তকে আটক করা হয়েছে। রোববার (১৩ জুলাই) রাতে উপজেলার চাঁদপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের জহিরুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত চোরের দল ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় জহিরুল ইসলামের স্ত্রী মেহবুবা খাতুন বাদী হয়ে গত ২ জুলাই চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ গোপনে তদন্ত শুরু করে। এক পর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই মেহেদী হাসান মারুফ, এসআই সলিমুল হক, এসআই মিজানুর রহমান ও এসআই উত্তম কুমার মন্ডলসহ সঙ্গীয় ফোর্স রোববার রাতে চাঁদপাড়া গ্রামের নাজির আলীর ছেলে হাসান আলীর বাড়িতে অভিযান চালায়। অভিযানে তাকে আটক করে পুলিশ।
পরে হাসান আলীর দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কারের বিক্রয়লব্ধ ৮০ হাজার টাকা, ১ জোড়া স্বর্ণের চুড়ি, ২ জোড়া কানের দুল, ৫টি স্বর্ণের আংটি, ১ জোড়া কানের বেলকুলি, ১ জোড়া কানের রিং, ২ জোড়া রুপার নুপুর, ২ জোড়া চুড়ি ও একটি রুপার আংটি উদ্ধার করা হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন সংবাদ নিশ্চিত করে বলেন, “আটককৃত হাসান আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং মামলার অন্যান্য বিষয় তদন্তাধীন রয়েছে।”