চকরিয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক দুমড়ে-মুচড়ে, আহত ৪
মোহাম্মদ হোসাইন, কক্সবাজার প্রতিনিধি
দৈনিক সংবাদ ৭১
কক্সবাজারের চকরিয়ায় ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় একটি মালবাহী ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারসহ চারজন আহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়া থানা সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রাম হয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে পেকুয়া থেকে একটি পণ্যবোঝাই ট্রাক চকরিয়ার দিকে আসছিল। মছনিয়াকাটা রেলক্রসিংয়ে ওঠার পর ট্রাকটির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেলে সেটিকে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ চারজন আহত হন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ে নিয়োজিত গেটম্যান উপস্থিত ছিলেন না। তবে দায়িত্বে থাকা গেটম্যান মোহাম্মদ শরীফ দাবি করেন, “আমি রেলক্রসিং এলাকাতেই ছিলাম। বৃষ্টির কারণে সঠিকভাবে ট্রেনের সংকেত বুঝতে পারিনি। একটি পাশে প্রতিবন্ধক বসালেও অপর পাশে দিতে পারিনি। সেই দিক দিয়েই ট্রাকটি রেললাইনে উঠে ইঞ্জিন বন্ধ হয়ে পড়ে।”
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বলেন, “গেটম্যান দায়িত্বে না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।”
চকরিয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ চৌধুরী জানান, বরইতলী রেলক্রসিংয়ে রেলওয়ের সরাসরি নিয়ন্ত্রণ নেই। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘তমা কনস্ট্রাকশন’-এর অধীন একজন গেটম্যান দায়িত্ব পালন করে থাকেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।