প্রভাষক জাহিদ হাসান | দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেস্ক
গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। পাশাপাশি সাংবাদিক, চিকিৎসক, ত্রাণকর্মী ও মানবাধিকার কর্মীরাও হামলার শিকার হয়েছেন।
রোববার (১৩ জুলাই) ভোর থেকে শুরু হওয়া নতুন হামলায় আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সিটির একটি ব্যস্ত বাজারে চালানো বিমান হামলায় মারা গেছেন অন্তত ১২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।
একই দিন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে খাবার পানির জন্য অপেক্ষমাণ মানুষের ওপর চালানো মিসাইল হামলায় ১০ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে।
আইডিএফ দাবি করেছে, হামাস যোদ্ধাদের লক্ষ্য করে ছোঁড়া একটি মিসাইল যান্ত্রিক ত্রুটির কারণে নুসেইরাতে গিয়ে আঘাত হানে।
অবরোধ আর লাগাতার হামলার ফলে গাজায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। হাসপাতাল, যানবাহন ও জরুরি পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে অবরুদ্ধ অঞ্চলে জরুরি জ্বালানি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ।