এম আলী আকবর, ব্যুরো চিফ
দৈনিক সংবাদ ৭১
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দেশের সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।”
রোববার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
তিনি লেখেন, “সম্প্রতি আমাদের সমাজজীবনে একের পর এক বেদনাদায়ক ঘটনা ঘটছে। এসব ঘটনাকে কেন্দ্র করে সমাজে যে অস্থিরতা ও বিভক্তির সৃষ্টি হয়েছে, তা থেকে উত্তরণে সবারই দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব এককভাবে কোনো পক্ষের নয়— সরকার, রাজনৈতিক দল এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায়ই জাতিকে শান্তিপথে ফিরিয়ে আনা সম্ভব।”
মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান জানিয়ে তিনি বলেন, “অন্যায়ের প্রতিবাদ হোক শালীন ভাষায়। সমালোচনা হোক যুক্তি ও তথ্যনির্ভর। কিন্তু কোনোভাবেই কারো ব্যক্তিগত বা রাজনৈতিক চরিত্র হননের অপচেষ্টা গ্রহণযোগ্য হতে পারে না।”
তিনি আরও বলেন, “এ ধরনের আচরণ সমাজে কেবল বিশৃঙ্খলা, ঘৃণা ও অনৈক্যের বীজ বপন করে। তাই বর্তমান স্পর্শকাতর সময়ে আমাদের সবার পক্ষেই সংযত, সচেতন ও দায়িত্বশীল আচরণ জরুরি।”
শেষে তিনি মহান আল্লাহর প্রতি দোয়া করে বলেন, “আল্লাহ যেন আমাদের সবাইকে এই বাস্তবতা উপলব্ধি করার তাওফিক দান করেন। আমিন।”