রুয়েল ইসলাম রুবেল, মাল্টিমিডিয়া রিপোর্টার
দেশে গত ২৪ ঘণ্টায় ১৯৫টি নমুনা পরীক্ষার মাধ্যমে নতুন করে আরও ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময় করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সোমবার (১৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্ত ৮ জনসহ দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২২৫ জনে। চলতি বছর করোনায় মৃতের সংখ্যা ২৭ জন। আর দেশে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫২৬ জনে পৌঁছেছে।
এর আগের দিন, অর্থাৎ রোববার (১৩ জুলাই) দেশে নতুন করে কেউ আক্রান্ত না হলেও একজনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।