ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে জামালপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইমরুল হাসানের যোগদান
মোঃ রবিন আলী, জেলা প্রতিনিধি, জামালপুর| দৈনিক সংবাদ ৭১
জামালপুর: ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে জামালপুর জেলা পুলিশে সিনিয়র সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব মোঃ ইমরুল হাসান।
শনিবার (১২ জুলাই) নবনিযুক্ত এই কর্মকর্তার যোগদান উপলক্ষে জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সৌজন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা, অফিস কক্ষে তাকে ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহেল মাহমুদ, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব ইয়াহিয়া আল মামুন।
নতুন এ দায়িত্ব পালনে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইমরুল হাসান সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।