আজীজুল রহমান
মাল্টিমিডিয়া রিপোর্টার, দৈনিক সংবাদ ৭১
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কালাম হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ টিম।
রোববার (১৩ জুলাই) রাত আনুমানিক আড়াইটার দিকে খুলনা-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত কালাম হোসেন সাতক্ষীরা জেলার নাথুয়ারডাঙ্গা গ্রামের আব্দুল গফুর হাওলাদারের ছেলে। এ অভিযানের বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম জানান,
“গোপন সূত্রে জানতে পারি, খুলনা থেকে ইয়াবার একটি বড় চালান আসছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় কাটাখালী মোড়ে সাতক্ষীরা লাইন পরিবহন কাউন্টারের সামনে পাকা রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।”
রাত আনুমানিক আড়াইটার দিকে সাতক্ষীরা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৯২৮) খুলনার দিক থেকে এলে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
পরবর্তীতে বাসের বক্সে রাখা একটি কালো রঙের প্লাস্টিক ক্যারেটের আমের নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নীল রঙের জিপার ব্যাগে থাকা ২০,৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাসেই উপস্থিত থেকে ইয়াবার মালিক কালাম হোসেনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
ঘটনার পর ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাগেরহাট জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন,
“মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা প্রস্তুত রয়েছে। জনগণের সক্রিয় সহযোগিতা থাকলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।”