স্টাফ রিপোর্টার: প্রভাষক জাহিদ হাসান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় এক মাসের কন্যা সন্তানকে কোলে নিয়ে অংশ নিয়ে গোটা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহীর বাগমারার শামীমা আক্তার।
তিনি হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের বিএসসি শাখা থেকে ২০২২ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে সর্বোচ্চ নম্বর ও জিপিএ অর্জন করে জাতীয় পর্যায়ে ‘দেশসেরা’ হওয়ার গৌরব অর্জন করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, “২০২২ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় শামীমা আক্তার পরীক্ষার সার্বিক ফলাফলের ভিত্তিতে দেশের মধ্যে সর্বোচ্চ স্থান অধিকার করেছেন।”
শামীমা আক্তার বাইগাছা গ্রামের সাহাদুল ইসলাম ও হাজেরা বিবির মেয়ে। তিনি আব্দুর রাজ্জাকের স্ত্রী। পারিবারিক দায়িত্ব পালন ও এক মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে পরীক্ষা দেওয়া সত্ত্বেও এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেন তিনি।
এর আগেও শামীমা শিক্ষাজীবনে নানান সাফল্য অর্জন করেন—অষ্টম শ্রেণিতে বাইগাছা উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি ও এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। ভবিষ্যতে তিনি একজন ম্যাজিস্ট্রেট হতে চান।
এই অনন্য কৃতিত্বের জন্য বৃহস্পতিবার (১০ জুলাই) হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ এস.এম. মাহবুবুর রহমান বলেন, “শামীমা আক্তার আমাদের কলেজের গর্ব। তার এই অর্জন গোটা দেশেই আমাদের কলেজের সুনাম বাড়িয়ে দিয়েছে।”
পারিবারিক ও সামাজিক দায়িত্বের মাঝেও শামীমার অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও মনোবলই তাকে দেশের সেরা করে তুলেছে বলে মনে করছেন তার শিক্ষক, স্বজন ও সহপাঠীরা।