হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার, দৈনিক সংবাদ ৭১
ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—গত ১১ মাসে সারাদেশে এমন অন্তত ১১ হাজার সহিংস ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।
শনিবার (১১ জুলাই) বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘জুলাই বিপ্লব গণসমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, “মিটফোর্ডের ঘটনা এতটাই নির্মম ছিল যে মিডিয়ার কারণে সারা দেশের মানুষ তা জানতে পেরেছে, প্রতিবাদ করেছে। কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলে—জেলা, উপজেলা, এমনকি গ্রাম-গঞ্জে প্রতিনিয়ত এমন হাজারো ঘটনা ঘটছে, যেগুলো গণমাধ্যমে উঠে আসছে না।”
তিনি অভিযোগ করে বলেন, “গত ৫ আগস্টের পর থেকে মাত্র ১১ মাসে মিটফোর্ডের মতো ঘটনা ঘটেছে অন্তত ১১ হাজারটি। এসব ঘটনা বিচারহীনতা ও প্রশাসনিক দুর্বলতার ফল।”
গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, “আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই, সেখানে প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে গণমাধ্যমকে সাহসিক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। যদি আপনারা শেখ হাসিনার মতো দখল-দাসের ভূমিকা পালন করেন, তবে দেশে পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হবে।”
গণসমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ডা. এমদাদুল হাসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।