গণমাধ্যমকর্মীদের অবমূল্যায়নের অভিযোগ বিএনপি ও প্রেসক্লাব নেতার
আজীজুল রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার | দৈনিক সংবাদ ৭১ | বাগেরহাট
বাগেরহাট জেলা সদর হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার ও হাসপাতাল কমপ্লেক্স উদ্বোধন এবং স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা থেকে আনুষ্ঠানিকভাবে সভা বর্জন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাগেরহাট জেলা শাখা।
শনিবার (১২ জুলাই ২০২৫) দুপুরে জেলা হাসপাতাল চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন:
তবে সভার শুরুতেই জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম-এর নেতৃত্বে আসা জামায়াতের প্রতিনিধি দলটি সভাস্থল ত্যাগ করে।
জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ জানান,
“আমাদের রাজনৈতিক দল হিসেবে আমন্ত্রণ জানানো হলেও সভাস্থলে এসে আমরা সম্মানজনক আচরণ পাইনি। তাই আমরা সভা বর্জন করেছি।”
এছাড়া অনুষ্ঠানে সাংবাদিকদের অবমূল্যায়নের অভিযোগ করেছেন পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান। তারা সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন না করায় নিন্দা জানিয়েছেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন,
“যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। তাদের কাছে ক্ষমাপ্রার্থী।”