ফকিরহাটে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো এইচএসসি পরীক্ষার সপ্তম দিনের কার্যক্রম
আজিজুল রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার, বাগেরহাট
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার সপ্তম দিনের কার্যক্রম আজ রবিবার (১৩ জুলাই ২০২৫) সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এদিন পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, যুক্তিবিদ্যা, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এবং হাদিস ও উসুলুল হাদিস (আবশ্যিক) বিষয়ে পরীক্ষার্থীরা অংশ নেয়।
উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ৯৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ২৬ জন অনুপস্থিত ছিল। এর মধ্যে ছাত্র ছিল ৫২০ জন, যার মধ্যে উপস্থিত ৫০৮ জন ও অনুপস্থিত ১২ জন। ছাত্রী ছিল ৪৬১ জন, যার মধ্যে উপস্থিত ৪৪৭ জন ও অনুপস্থিত ১৪ জন।
কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীদের অংশগ্রহণের চিত্র অনুযায়ী, সরকারি ফকিরহাট মহিলা ডিগ্রি কলেজে মোট ২২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২২০ জন উপস্থিত ছিল এবং ৪ জন অনুপস্থিত ছিল। কাজী আজহার আলী কলেজে ৩০৪ জনের মধ্যে ২৯০ জন উপস্থিত ও ১৪ জন অনুপস্থিত ছিল। শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে ১২৭ জনের মধ্যে ১২৬ জন উপস্থিত ছিল। আল হেরা আলিম মাদ্রাসায় ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৫ জন অংশ নেয়, আর ফকিরহাট মহিলা ডিগ্রি কলেজ (কারিগরি) কেন্দ্রে ২৩৮ জনের মধ্যে ২৩৪ জন পরীক্ষা দেয়।
পরীক্ষা কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর ও সুসংগঠিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া আইরিন জানান, আন্তঃশিক্ষা বোর্ডের ৩১টি নির্দেশনা অনুসারে পরীক্ষা পরিচালিত হয়েছে। কেন্দ্রের ২০০ গজের মধ্যে বহিরাগত প্রবেশ করতে পারেনি এবং আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা বলেন, “প্রশ্নপত্র ছিল পাঠ্যবইভিত্তিক ও মানসম্মত। শিক্ষার্থীরা খুশি মনে পরীক্ষা দিয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুরো পরিবেশ ছিল নকলমুক্ত ও স্বচ্ছ।”
পরীক্ষার্থীরাও সন্তোষ প্রকাশ করে জানান, প্রশ্নপত্র ছিল সিলেবাসভিত্তিক ও সহজবোধ্য। তারা আত্মবিশ্বাসের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিয়েছেন।
সবমিলিয়ে ফকিরহাটে এইচএসসি ও সমমানের পরীক্ষার সপ্তম দিনের কার্যক্রম শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।