আজীজুল রহমান
মাল্টিমিডিয়া রিপোর্টার | দৈনিক সংবাদ ৭১
২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে মূলঘর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সৈয়দা শায়িকা রিফা। সে মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২২২ নম্বর পেয়ে উপজেলা পর্যায়ে শীর্ষস্থান দখল করে গর্বিত করেছে তার পরিবার, বিদ্যালয় এবং পুরো এলাকাকে।
শায়িকার সাফল্যের পেছনে রয়েছে একটি আদর্শ শিক্ষাবান্ধব পারিবারিক পরিবেশ। তার পিতা সৈয়দ আব্দুর রাকিব ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং মাতা শান্তা মনি সৈয়দমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। শিক্ষক পরিবারে বেড়ে ওঠার ফলে শায়িকার মধ্যে শুরু থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ, মনোযোগ ও শৃঙ্খলা বজায় ছিল।
ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা বলেন,
“সৈয়দা শায়িকা রিফার এই ফলাফল শুধু তার একক অর্জন নয়; এটি পুরো উপজেলার শিক্ষার মান ও প্রচেষ্টার প্রতিফলন। তার মতো মেধাবী শিক্ষার্থীরা আমাদের জাতির ভবিষ্যৎ। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং মনে করি—এটি অন্য শিক্ষার্থীদের জন্যও বড় একটি অনুপ্রেরণা।”
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন বলেন,
“শায়িকার সাফল্য সত্যিই প্রশংসনীয়। একজন শিক্ষকের সন্তান হিসেবে সে যে অধ্যবসায় ও মানসিকতার পরিচয় দিয়েছে, তা নিঃসন্দেহে অনুকরণীয়। প্রশাসনের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাই। আশা করি, সে ভবিষ্যতে একজন আদর্শ ডাক্তার হিসেবে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবে।”
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সৈয়দা শায়িকা রিফা জানায়,
“আমি ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হয়ে গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ আমার এই স্বপ্ন পূরণ করেন।”
সৈয়দা শায়িকা রিফার এ অসাধারণ সাফল্য শুধু ফকিরহাট নয়, বরং সমগ্র বাগেরহাট জেলাকে গর্বিত করেছে। তার মত মেধাবী শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ এবং জাতির শ্রেষ্ঠ সম্পদ। এই সাফল্য নিশ্চয়ই অন্য শিক্ষার্থীদের মাঝেও নতুন করে অনুপ্রেরণা ও উৎসাহ জাগাবে—এমনটাই প্রত্যাশা।